Image description

পটুয়াখালীর দশমিনায় জীবিকার তাগিদে গড়ে তোলা দুই কিশোর পুত্রের চায়ের দোকানে তাদেরই আপন পিতা কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ও রাতে দুই দফায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পিতার নাম মো. কবির মুন্সী। ভুক্তভোগী দুই কিশোর মো. জিসান ও মো. জিহাদ তার বড় ও মেজ ছেলে।

ভুক্তভোগী কিশোরদের অভিযোগ, প্রায় দুই বছর আগে তাদের পিতা মো. কবির মুন্সী কোনো কারণ ছাড়াই মা মোসা. খাদিজা বেগমকে তালাক দেন। তালাকের আগে থেকেই তিনি পরিবারের কোনো ভরণপোষণের দায়িত্ব নিতেন না। এমতাবস্থায় জীবিকা নির্বাহ ও নিজেদের পড়াশোনার খরচ জোগাতে দুই ভাই নিজ উদ্যোগে পূর্ব আউলিয়াপুর গ্রামে একটি ছোট চায়ের দোকান শুরু করেন।

তাদের দাবি, শুক্রবার কোনো উস্কানি ছাড়াই অভিযুক্ত পিতা দলবল নিয়ে ওই দোকানে হামলা চালান। দুই দফায় চালানো এই হামলায় দোকানের আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। সামান্য পুঁজি হারিয়ে বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন। দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের পড়াশোনাও অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানান ওই দুই কিশোর।

তবে অভিযোগ অস্বীকার করে মো. কবির মুন্সী বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমার সন্তানেরাই আমার মোটরসাইকেল ভাঙচুর করেছে।”

পারিবারিক এই কলহ ও হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বাবার এমন আচরণে কিশোর ছেলেদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।