Image description

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ভান্ডারা ইউনিয়নের খোপড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন- আলম (২৫), মুনির আলী (২৪), মকলেস (২১), ওয়াসিম আলী (২০), নুর আলী (২০), জুবায়ের হোসেন (১৯) এবং হাবিবুর রহমান (১৮)।

বিজিবি সূত্র জানায়, ৪২ বিজিবি ব্যাটালিয়নের (দিনাজপুর ব্যাটালিয়ন) কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার ৩৩১-এর সাব-পিলার ৩ (এস) সংলগ্ন খোপড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ওই সাত যুবককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, প্রায় সাত মাস আগে তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। কাজ শেষে একইভাবে দেশে ফেরার সময় তারা বিজিবির হাতে ধরা পড়েন।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।