বরগুনার পাথরঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাসা থেকে দুপুরের খাবার খেয়ে মারুফ একা মোটরসাইকেল নিয়ে বের হন। বেলা তিনটার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশালে পৌঁছানোর আগেই পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা ও উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক মারুফ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে মোটরসাইকেলটি কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়েছে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মারুফ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। এছাড়া তার মৃত্যুতে পাথরঘাটার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।




Comments