Image description

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার সরকারকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

তপন কুমার সরকার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হরেন্দ্র সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তপন কুমার সরকারের সরাসরি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশ শনিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্টের নাশকতামূলক কর্মকাণ্ডের মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম মামলায় উঠে এসেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।