Image description

কুমিল্লার বুড়িচং উপজেলার হিন্দুরা ব্রিজ এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় আক্তার হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাচোরা হিন্দুরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুমিল্লা শাখায় কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আক্তার হোসেন তার শ্বশুরবাড়ি হিন্দুরা এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম কোদালিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হিন্দুরা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আক্তার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের এসআই রাকিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।