Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনছুরা (২০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মনছুরা ওই গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মনছুরার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।