Image description

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গরম পানির পাতিলে পড়ে দগ্ধ হওয়া সাড়ে পাঁচ বছরের শিশু মোহাম্মদ মুস্তাকিম মারা গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুস্তাকিম উপজেলার বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবরমা এলাকার মোহাম্মদ মনির খানের দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মনির খানের এক নিকটাত্মীয়র মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে খাবার পাঠানোর প্রস্তুতি চলছিল। এজন্য বড় একটি পাতিলে পানি গরম করা হচ্ছিল। শিশু মুস্তাকিম পাতিলটির পাশেই খেলা করছিল। একপর্যায়ে সে অসাবধানতাবশত ফুটন্ত গরম পানির পাতিলে পড়ে যায়। এতে তার শরীরের অধিকাংশ অংশ গুরুতরভাবে ঝলসে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় চরবরমা এলাকায় জানাজা শেষে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শিশু মুস্তাকিমের মরদেহ দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।