বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এতে মহাসড়কে শৃঙ্খলার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মোকামতলা বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। হিলি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্য এই সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই পরিস্থিতি বিবেচনায় বগুড়ার পুলিশ সুপারের নির্দেশক্রমে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজের তত্ত্বাবধানে মহাসড়কে এই নিয়মিত তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এই চেকপোস্ট পরিচালনা করছেন। সন্দেহভাজন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি মাদক ও অবৈধ মালামাল তল্লাশি করা হচ্ছে। তল্লাশিকালে মাদকসহ হাতেনাতে ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত চেকপোস্টের ফলে মহাসড়কে মাদক ও অন্যান্য অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে। যাত্রীরাও এখন অনেক বেশি স্বস্তি নিয়ে চলাচল করতে পারছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ মানবকণ্ঠকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান লক্ষ্য। মাদক ও চোরাচালান নির্মূল করতে এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Comments