কনকনে ঠান্ডায় ফুটপাতই ভরসা, রায়গঞ্জে জমজমাট শীতবস্ত্রের বাজার
দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটপাতের শীতবস্ত্রের বাজারগুলোতে কেনাবেচা জমে উঠেছে। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ভিড় করছেন উপজেলার চান্দাইকোনা, ভুইয়াগাঁতী, ধানগড়া ও নিমগাছিসহ বিভিন্ন এলাকার অস্থায়ী দোকানগুলোতে।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতজুড়ে স্বল্পমূল্যের সোয়েটার, জ্যাকেট, কোট, শাল, মাফলার ও শিশুদের শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অভিজাত বিপণিবিতানে নতুন পোশাকের দাম বেশি হওয়ায় কম দামে প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে এসব ফুটপাতের দোকানই এখন সাধারণ মানুষের প্রধান ভরসা।
চান্দাইকোনা বাজারে আসা শিহাব শেখ বলেন, অল্প আয়ে পরিবারের জন্য নতুন পোশাক কেনা সম্ভব না, তাই ফুটপাতের বাজারেই ভরসা।
ভুইয়াগাঁতী বাজারের শিক্ষার্থী শাহাদাত হোসেন জানান, শিশু ও বয়স্কদের শীতবস্ত্র কেনার একমাত্র জায়গা এখন এসব দোকান।
বিক্রেতারা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার চাপও বাড়ছে। তবে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে কিছু এলাকায় যান চলাচলে সমস্যা দেখা দিলেও শীতার্ত মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় বিষয়টি সহনীয়ভাবেই দেখা হচ্ছে।
স্থানীয়দের মতে, শীতবস্ত্র বিতরণ বাড়ানো গেলে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি কিছুটা কমবে। বাস্তবে এসব ফুটপাতের বাজারই এখন শীত মোকাবিলায় তাদের প্রধান ভরসা।




Comments