বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় ৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ৩নং ফারুয়া ইউনিয়নে জেঁকে বসা তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফারুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, “ফারুয়া একটি অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় এখানে পাহাড়ের কোল ঘেঁষে শীতের তীব্রতা সমতলের চেয়ে অনেক বেশি। হাড়কাঁপানো শীতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও অসহায় মানুষের কাছে সরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।”
উল্লেখ্য যে, যাতায়াত ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে ফারুয়া অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রেই নাগরিক সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে থাকেন। শীতের এই কঠিন সময়ে নতুন কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।




Comments