Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সীমান্ত নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ ডিসেম্বর) দুর্গম পাহাড়ের সীমান্তঘেঁষা এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সাথে এ বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। গন্ডাছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বক্কর সিদ্দিক গন্ডাছড়া পাড়া ও বদীচন্দ্র কারবারি পাড়ায় বসবাসরত স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

আলোচনা সভায় বিজিবি কর্মকর্তারা বর্তমান প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্দ্বিধায় এবং উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সকলকে আশ্বস্ত করা হয় এবং সজাগ থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে পাশ্ববর্তী দেশ ভারত থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র বা মাদক পাচার এবং চোরাচালান কার্যক্রম প্রতিহত করতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে এবং সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং এ ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্গম এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলে জানানো হয়।