ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এক বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘মাদক নির্মূলে করণীয়’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কোমলমতি শিক্ষার্থীসহ যুবসমাজ আশঙ্কাজনকভাবে মাদকে আসক্ত হচ্ছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের অতি সন্নিকটেই মাদক বেচাকেনা চলছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ীদের এখনই সামাজিক ও প্রশাসনিকভাবে উৎখাত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। যারা এসব মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় আইনের সীমাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পুলিশ অনেক কষ্ট করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জেলে পাঠায়। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কারবার শুরু করে। মাদক কারবারিরা যাতে সহজে মুক্তি না পায়, সেজন্য বর্তমান আইন সংশোধন করে আরও কঠোর করার জোর দাবি জানানো হয়।
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাইকেরছড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান।
এছাড়াও শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কাশেম, জামায়াতের ইউনিয়ন সভাপতি রিয়াজুল হক, ইমাম আফজাল হোসেন, সমাজসেবক শামীম হাসান এবং শিক্ষার্থী রকি আহমেদ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ইমাম, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদক মুক্ত সমাজ গড়তে তারা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।




Comments