Image description

নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।

নীলফামারী -১ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়ন পান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তাকে তাদের দলীয় প্রতিক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

মনোনয়ন দাখিল শেষে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবেন।  সরকারী বরাদ্দ সঠিক ভাবে বরাদ্দ দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। বেকার সমস্যা সমাধানে এলাকায় কলকারখানা স্থাপন করা হবে। 

তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়েই তিনি কাজ করবেন।