Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্থানীয় বেসামরিক প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ কার্যক্রম, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি কিংবা বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক সহায়তার মাধ্যমে এ অঞ্চলের জীবনমান উন্নয়নে নিরাপত্তা বাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে।

মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।