Image description

রাঙামাটির বিলাইছড়িতে পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন, অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মকর্তাদের সামনে পোস্টাল ব্যালটে ভোটদানের প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। মূলত ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান বলেন, “গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সঠিক নিয়মে ভোটদানের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী মো. আলতাফ হোসেন, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা সাধারণ মানুষের মাঝে পোস্টাল ব্যালট সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।