গোমস্তাপুরে ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে জমকালো ক্রীড়া উৎসব
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বড় ছেলে-মেয়েদের বল নিক্ষেপ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পুনর্ভবা মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর এবং হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নাহিদ ইসলাম, শফিকুল ইসলাম, সারোয়ার জাহান সুমন, আল মামুন প্রমুখ। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক এমরান আলী বাবু, রহনপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ইফতিখার মাসরুর শুভ এবং কিশোর কমল প্রাইভেট একাডেমির পরিচালক শামসুদ্দিন সামশু।
আয়োজনের মূল আকর্ষণ ফুটবল ম্যাচে ‘পুনর্ভবা ফুটবল একাদশ’ বনাম ‘মহানন্দা ফুটবল একাদশ’ প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মহানন্দা ফুটবল একাদশকে হারিয়ে পুনর্ভবা ফুটবল একাদশ জয়লাভ করে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ‘মাদক নয়, আম চাষে করবো বিশ্বজয়’ এমন ইতিবাচক স্লোগান তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। পুরো টুর্নামেন্ট জুড়ে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী ও বার্তা প্রচার করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments