রংপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার মাথায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। ঘটনার পর ঘাতক ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মমিনপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম লুলু মিয়া (৫২)। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। অভিযুক্ত ছেলের নাম মাসুদ হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সকালে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাসুদ ধারালো ছুরি দিয়ে তার বাবা লুলু মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুুবরণ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক মাসুদ পালিয়ে গেলেও পরে কোতোয়ালি সদর থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments