Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রংপুর রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার মা এবং সংগঠনের সহযোদ্ধারা তার পাশে ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগপ্রবণ হয়ে পড়েন আনোয়ারা ইসলাম রানী। তিনি বলেন, “আমি কোনো ক্ষমতা বা দলের ছত্রছায়ায় নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসের শক্তি নিয়ে রাজনীতিতে এসেছি। আমি কোনো সুবিধাভোগী হতে আসিনি, এসেছি অবহেলিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হতে।”

নিজের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে রানী বলেন, “আমার কোনো সংসার নেই, কোনো পিছুটান নেই। তাই আমার জীবনের সবটুকু সময় এবং শক্তি আমি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে উৎসর্গ করতে চাই। এটি কেবল আমার ব্যক্তিগত লড়াই নয়, এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মুক্তি দেওয়ার একটি মানবিক আন্দোলন।”

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন। সে সময় তিনি ‘ঈগল’ প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে লড়ে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এবারও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন।

রংপুরের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে রানীর এই অংশগ্রহণ স্থানীয় নির্বাচনী লড়াইয়ে এক অনন্য মাত্রা যোগ করবে। এখন দেখার বিষয়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুরের ভোটাররা এই প্রার্থীর আহ্বানে কতটা সাড়া দেন।

মানবকন্ঠ/আরআই