Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ সময় পর তাঁর এই প্রত্যাবর্তনে নির্বাচনী এলাকায় নতুন করে আশার আলো দেখছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের কাছে লুৎফুজ্জামান বাবর তাঁর মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা শহর ও নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, “নেত্রকোণা জেলার মানুষ সবসময়ই গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। জনগণের ভালোবাসা ও অকৃত্রিম সমর্থন নিয়ে আমি এবারও বিজয়ী হব এই বিশ্বাস আমার আছে। আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

নেত্রকোণা-৪ সংসদীয় আসনের পরিসংখ্যান অনুযায়ী, তিনটি উপজেলা (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী), ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৩২১ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯৭৩ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। ১৪৯টি ভোটকেন্দ্রের ৭০৪টি ভোটকক্ষে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা লুৎফুজ্জামান বাবরের প্রার্থিতা এই আসনে ধানের শীষের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করেছে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

মানবকণ্ঠ/ডিআর