৩৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় নিলেন পুলিশ সদস্য হারুন
সাইরেনের চিরচেনা শব্দ আর রাতভর অতন্দ্র পহরার দায়িত্ব থেকে আজ অবসর নিলেন নওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্য হারুন-অর-রশিদ। দীর্ঘ ৩৫ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক রাজকীয় ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় সংবর্ধনা জানিয়েছে থানা প্রশাসন।
বিদায়ের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে হারুন-অর-রশিদকে ফুলে সজ্জিত একটি বিশেষ গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়। সহকর্মীদের এমন অকৃত্রিম ভালোবাসা আর সম্মানে থানা প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হারুন-অর-রশিদ ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর দীর্ঘ সাড়ে তিন দশক দেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের শেষ ইচ্ছা ছিল নিজ উপজেলা বদলগাছী থানায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া। তাঁর এই মানবিক আবেদন বিবেচনা করে নওগাঁর পুলিশ সুপার তাঁকে গত এক বছর বদলগাছী থানায় দায়িত্ব পালনের সুযোগ করে দেন।
আজ সোমবার বিকেলে তাঁর শেষ কর্মদিবসে থানা চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। বিদায় বেলায় হারুন-অর-রশিদ বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। নিজ থানায় শেষ ডিউটি করে এমন রাজকীয় বিদায় পাব এটি ছিল আমার কল্পনার বাইরে। আমি পুলিশ প্রশাসন ও আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ।"
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, "হারুন-অর-রশিদ দীর্ঘ ৩৫ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায় বেলায় তাঁকে প্রাপ্য সম্মানটুকু দিতে পেরে আমরাও গর্বিত। একজন সৎ ও দায়িত্বশীল কর্মীর এমন রাজকীয় প্রস্থান অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে সাইরেন বাজিয়ে মহাসড়ক দিয়ে তাঁকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ৩৫ বছরের কর্মজীবন শেষ হলেও তাঁর সততা ও দায়িত্বশীলতার স্মৃতি সহকর্মীদের মাঝে অমলিন হয়ে থাকবে বলে জানান উপস্থিত পুলিশ সদস্যরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments