Image description

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা ইপিআই মিলনায়তনে আয়োজিত এক জেলা কর্মশালায় এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জামালগঞ্জ উপজেলার অভাবনীয় সাফল্যের প্রশংসা করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তপন কান্তি ঘোষ, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, সহকারী পরিচালক ডা. দেবাশীষ শর্ম্মা এবং সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম।

এছাড়াও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন গাইনী কনসালটেন্ট ডা. লিপিকা দাস, ডা. লোপা রানী দত্ত ও ডা. পিয়াংকা পাল প্রমুখ।

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালার সমাপনী পর্বে জামালগঞ্জ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা করার পাশাপাশি এই অনন্য অর্জনের জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সঠিক জনসচেতনতা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমেই জামালগঞ্জ এই সাফল্য অর্জন করেছে, যা জেলার অন্য উপজেলাগুলোর জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।

মানবকণ্ঠ/ডিআর