Image description

চট্টগ্রামের আনোয়ারায় হাড়কাঁপানো শীতের মধ্যে কোলের দুই শিশুকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছেন এক পাষণ্ড মা-বাবা। পরে শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয়রা একটি আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই দিয়েছেন। গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় এ অমানবিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে বসে থাকতে দেখে পথচারীরা ভিড় জমান। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় জন একটি মেয়ে শিশু, যার নাম আয়েশা (৪) এবং ছোট জন ছেলে শিশু মোরশেদ (১)।

আয়েশার ভাষ্যমতে, তার বাবা খোরশেদ আলম ও মা ঝিনুক তাদের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকা থেকে এখানে নিয়ে এসে ফেলে রেখে চলে গেছেন।

অটোরিকশা চালক মহিম উদ্দিন নামে এক যুবক শিশু দুটিকে উদ্ধার করে বর্তমানে বারখাইন ইউনিয়নের হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে তাঁর নিজের ঘরে আশ্রয় দিয়েছেন।

মহিম জানান, এক বছরের শিশুটি শারীরিক প্রতিবন্ধী। পাষণ্ড মা-বাবা তাদের ফেলে যাওয়ার পর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়ে শিশুদের নিজ জিম্মায় নেন।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, "শিশু দুটি বেশ অসুস্থ ছিল। রাতে তাদের গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর এখন কিছুটা সুস্থ বোধ করছে। ধারণা করছি, অসুস্থতা ও প্রতিবন্ধী হওয়ার কারণেই হয়তো মা-বাবা তাদের এভাবে নির্দয়ভাবে রাস্তায় ফেলে গেছেন।"

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুদের মা-বাবার পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, "সড়কের পাশে শিশু পাওয়ার বিষয়টি জানার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে শিশুদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সেফ হোমে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর