শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনার ছিন্নমূল ও অসহায় মানুষের হাড়কাঁপানো শীতের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্দেশনায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির প্রথম পর্যায়ে গত ৩০ ডিসেম্বর রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত খুলনা রেল স্টেশন, নিউ মার্কেট এলাকা, খালিশপুর নতুন রাস্তা, দৌলতপুর রেল স্টেশন, ফুলতলা এবং যশোরের নওয়াপাড়া রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনাস্থ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পুনরায় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই মৌসুমে এমন সহায়তা পেয়ে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটেছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের সকল মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস আমাদের সামাজিক দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে শীতে কাতর দরিদ্র মানুষের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।
মানবকন্ঠ/আরআই




Comments