Image description

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লুৎফর রহমান উপজেলার ফতেপুর গ্রামের রমিজ উল্লাহর ছেলে। তিনি বাহুবল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ফতেপুর এলাকা থেকে লুৎফর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “উপজেলায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিতভাবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছি। এই অভিযানের অংশ হিসেবেই লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মানবকণ্ঠ/ডিআর