সারাদেশের ন্যায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই ‘বই উৎসব’ পালিত হয়।
সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে খালিয়াজুরী আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ইন্দ্রজিৎ বর্মনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বই বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম। তিনি বলেন, “নতুন বইয়ের মলাটের সুবাস শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন ও প্রত্যাশার সঞ্চার করে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের একটি বড় সাফল্য। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলায় নিজেদের গড়ে তুলুক।”
অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।
সরেজমিনে দেখা যায়, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক। বছরের প্রথম দিনে খালি হাতে স্কুলে এসে রঙিন মলাটের বই নিয়ে বাড়ি ফেরার এই উৎসবে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও।
শিক্ষকরা জানান, সঠিক সময়ে বই পাওয়ায় পাঠদান কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে শুরু করা সম্ভব হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments