Image description

মাদারীপুরের শিবচরে ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারসহ মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) শিবচর থানা পুলিশ এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন (৩৬), পারভেজ হোসেন বক্কর (৩০), জাকির ইসলাম (২৩) ও মো. সবুজ হোসেন (৩৪)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল ওত পেতে থাকে। ভুক্তভোগী চালক সলেমান ঢাকার একটি গ্যারেজ থেকে তার হাইএস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-৫৫-০৭৭২) মেরামত শেষে নিজ গ্রাম শেখপুরে ফিরছিলেন। পথে ডাকাত দলটি খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাফ দেখিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির গতিরোধ করে।

জিজ্ঞাসাবাদের নামে সলেমানকে মারধর করে এবং চোখ-হাত বেঁধে অন্য একটি গাড়িতে তুলে নেয় ডাকাতরা। পরে তার ফোন ও মাইক্রোবাসটি ছিনিয়ে নিয়ে তাকে পাঁচচর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী সলেমান বাদী হয়ে শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলার পর মাদারীপুর জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা, সাভার ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় ছিনতাই হওয়া তিনটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার এবং ভুয়া নাম্বারপ্লেটসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘ দিন ধরে ডিবি পরিচয়ে মহাসড়কে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে আসছিল। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি-ছিনতাই রোধে জেলা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর