Image description

নতুন বছর, নতুন শ্রেণি আর নতুন বইয়ের ঘ্রাণ সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনেই ঝকঝকে নতুন পাঠ্যবই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে উপজেলার হাজার হাজার খুদে শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে সরকারি নির্দেশনা মেনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেন প্রতিষ্ঠান প্রধানরা।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর নাচোলে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ৪৩ হাজার ২৭১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া জানান, নাচোলে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৭৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের ২২ হাজার ৪৮৭ জন শিক্ষার্থীর হাতে চাহিদামতো নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করছেন।

অন্যদিকে, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বই বিতরণের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। তিনি জানান, উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯১৪ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। এছাড়া ১৬টি দাখিল মাদ্রাসার ৩ হাজার ৫২০ জন এবং ২১টি ইবতেদায়ী মাদ্রাসার ৫ হাজার ৩৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়েছে।

সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশিতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে। অভিভাবকরা জানান, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পাওয়ার ফলে সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে। শিক্ষকরা মনে করছেন, সময়মতো বই পাওয়ায় পাঠদান কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে এবং এটি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে সহায়ক হবে।

মানবকণ্ঠ/ডিআর