Image description

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা কমে আসায় আজ শুক্রবার সকাল ১০ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌপথের সংকেত ও বাতি অস্পষ্ট হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট সূত্রে  জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব  বেড়ে গেলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।


বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সকালে কুয়াশার তীব্রতা কমে এলে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হয়। পরিস্থিতি অনুকূলে আসায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। এতে দুই ঘাটেই আটকে থাকা যাত্রী ও যানবাহনের চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে।