বরিশালে ‘অপারেশন ডেভিল হান্ট’: আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইদ্রিস কবিরাজকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় ইদ্রিস কবিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments