Image description

বগুড়ার শিবগঞ্জে একটি জুট মিলে কর্মরত এক তরুণীকে (২২) বাসা মালিক ও তাঁর সহযোগীরা মিলে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজের সুবাদে তিনি ওই গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের (৩০) বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে বাসার মালিক ডিপুল ও তাঁর অজ্ঞাত দুই সহযোগী ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। পরে তাঁরা ওই তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভয়ে ওই তরুণী কাউকে কিছু না বলে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে বিষয়টি তাঁর বাবাকে জানালে পরিবারের সিদ্ধান্তে শনিবার রাতে তিনি শিবগঞ্জ থানায় এসে মামলা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম মানবকণ্ঠকে জানান, তরুণীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর