Image description

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মাটিতে কোনো প্রকৃত নির্বাচন হয়নি। যারা এসব নির্বাচনে এমপি পরিচয় দিয়েছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নন। এদেশের মানুষ তাদেরকে এমপি বা মন্ত্রী হিসেবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানে না। জনগণের দাবি আদায়ে প্রয়োজনে পার্লামেন্টে বিল পাস করিয়ে আওয়ামী লীগের ওই শাসনকালকে অবৈধ ঘোষণা করা হবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা বিএনপি এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুলু আরও বলেন, “তারেক রহমান বর্তমানে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশে এক নীরব বিপ্লব ঘটেছে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে। বিশ্ব আজ এক নতুন বাংলাদেশকে দেখছে।”

বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের স্মৃতি চারণ করে দুলু বলেন, “বনপাড়ার মাটিতে প্রকাশ্যে বাবুকে হত্যা করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী হাত-পায়ের রগ কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করেছিলেন। এই খুনি সিদ্দিককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” এসময় তিনি প্রশাসনকে ওই সাবেক এমপিকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। একইসঙ্গে নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আজিজ। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন নাসিম, ওমর আলী শেখসহ স্থানীয় ও পৌর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেতাকর্মীরা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।

মানবকণ্ঠ/ডিআর