Image description

পটুয়াখালীর বাউফলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের সোনামদ্দিন মোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-  দৈনিক সোনালী খবর-এর বাউফল প্রতিনিধি আল রাফি (২৮), দৈনিক এদিন পত্রিকার প্রতিনিধি রুবেল হোসেন (৩০) এবং স্থানীয় দুই যুবক আনিচুর রহমান (১৯) ও মো. শাহিন (১৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মদনপুরা ইউনিয়নের দীঘার পাড় এলাকায় পেশাগত কাজ শেষে কয়েকজন সাংবাদিক সোনামদ্দিন মোড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় হঠাৎ ঘন কুয়াশার মধ্যে দিক হারিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল সরাসরি তাদের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এর আরোহী আনিচুর রহমান ও মো. শাহিনসহ দুই সাংবাদিক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা তুলনামূলক আশঙ্কাজনক।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানবকণ্ঠ/ডিআর