Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামের আলোচিত ফেরিওয়ালা শাহীন ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা- হলেন মামলার ২ নম্বর আসামি মোহাম্মদ জুনায়েদ (২৫) এবং ৩ নম্বর আসামি রোমান মিয়া (২৮)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) নাসিরনগরের ফেদিয়ারকান্দি গ্রামে হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার একটি রুপার চেইন হারিয়ে যায়। ওই চেইন চুরির অপবাদ দিয়ে আক্তার ভূঁইয়ার ছেলে ফেরিওয়ালা শাহীন ভূঁইয়াকে (২২) বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে শাহীনকে গুরুতর আহত ও সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশ্য দিবালোকে চুরির অপবাদে এই হত্যাকাণ্ডটি সে সময় দেশজুড়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং অপরাধীদের শাস্তির দাবিতে জনমত গড়ে ওঠে।

র‌্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় তারা ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর এলাকায় পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাবের একটি আভিযানিক দল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুনায়েদ ও রোমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর