ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর পত্নীতলায় ব্যাপক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মিনি কারাভ্যান’ বহরের একটি ভ্রাম্যমাণ গাড়ি উপজেলার নজিপুর পাবলিক মাঠে নির্বাচনি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পত্নীতলায় এই কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের আর্তনাদ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিক-নির্দেশনামূলক বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে ভোটারদের প্রয়োজনীয় বার্তা প্রদান করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত উৎসুক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রচারণা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ এবং ছাত্রপ্রতিনিধি মাসুমুল হক সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এবং রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের মতামত ও অংশগ্রহণের গুরুত্ব বোঝাতেই এই ভ্রাম্যমাণ প্রচারণার আয়োজন করা হয়েছে। প্রামাণ্যচিত্র ও নির্বাচনি বার্তা দেখতে নজিপুর পাবলিক মাঠে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments