রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মুন্সির দাফন সম্পন্ন
পাবনার আটঘরিয়া উপজেলার হাজীপাড়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মুন্সি (৮২) আর নেই। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে হাজীপাড়া গোরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। পরে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হকসহ সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানবকণ্ঠ/ডিআর




Comments