Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুশান্ত কুমার ওরফে দিনার (৩৫) নামে এক যুবক নিজ কর্মস্থলে আত্মহত্যা করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুশান্ত ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি (কৈপাড়া) গ্রামের প্রয়াত ধীরেন চন্দ্র মাস্টারের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়া এলাকায় অবস্থিত ‘এআই নেটওয়ার্ক’ নামক একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুশান্ত তাঁর কর্মস্থলে আত্মহত্যার চেষ্টা করেন। অফিসের সহকর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুশান্তের মৃত্যু হয়েছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

মানবকণ্ঠ/ডিআর