শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মো. নবীন হোসেন নয়ন (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। এর আগে ভোরে এই ঘটনায় সোহান বেপারী (২৫) নামে আরও একজন নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই বেপারী কান্দি এলাকায় একটি বাড়িতে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয়নসহ তিনজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় নয়নকে উদ্ধার করে বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিস্ফোরণের এই ঘটনায় মো. আতিক (২৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে মূলাই বেপারী কান্দি গ্রামের একটি বসতঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ঘরে ককটেল তৈরির সরঞ্জাম মজুত ছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ফসলি জমিতে সোহান বেপারী নামে এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের চাল উড়ে গেছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments