সুন্দরবনে দুই পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণের ঘটনার মূল হোতা বনদস্যু মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) ও তার প্রধান সহযোগী ইফাজ ফকিরকে (২৫) গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। বুধবার (৭ জানুয়ারি) রাতে খুলনার তেরখাদা থানাধীন ধানখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, মাসুম মৃধাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড ফাঁকা গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় কুড়াল, ১টি দা, ১টি স্টিল পাইপ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া জিম্মি পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫টি মোবাইল ফোন ও একটি হাতঘড়িও উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুইরখাল সংলগ্ন এলাকায় কাঠের নৌকায় ভ্রমণের সময় মাসুম বাহিনীর সদস্যরা দুই পর্যটক ও রিসোর্টের মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। ঘটনার পর কোস্ট গার্ড, নৌবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। ড্রোন নজরদারি ও ফিন্যান্সিয়াল ট্রেসিংয়ের মাধ্যমে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে ৬ সহযোগীকে আটক এবং অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও বাহিনীর প্রধান মাসুম পলাতক ছিল। অবশেষে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত রাখতে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments