নওগাঁর পত্নীতলায় বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. গোলাম রব্বানী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার নিউটা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গোলাম রব্বানী জেলার ধামইরহাট উপজেলার হরতকিডাংগা গ্রামের নুরুজ্জামানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি সদস্যরা নিউটা গ্রামে অবস্থান নিয়ে গোলাম রব্বানীকে তল্লাশি করেন। এসময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments