Image description

রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ সাগর শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাগর শেখ কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাগর শে‌খের বা‌ড়ি‌তে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান,  সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তারের পর সাগরকে থানায় হস্তান্তর করেছে।  তার নামে পূর্বের ৪টি মাদক মামলা রয়েছে নতুন করে অস্ত্র মামলা রুজু করা হয়েছে।