Image description

ঢাকার তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার জয়পুরহাটের পাঁচবিবিতে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান (৩০)। তিনি পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে এবং স্থানীয় উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ানুরের সঙ্গে প্রতিবেশী মোস্তফা ও ময়নুলের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাঁকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলম মণ্ডলের অভিযোগ, মোস্তফা ও তাঁর ছেলে ময়নুল পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি জানান, এর আগেও তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি।

অন্যদিকে, অভিযুক্ত মোস্তফার পরিবার দাবি করেছে, ঘটনার পর গভীর রাতে একদল লোক তাঁদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মোস্তফার পুত্রবধূ ইশরাত জাহান জানান, পুরনো বিরোধ সম্প্রতি মিটে গেলেও এই ঘটনার পর তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পাঁচবিবি থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগে রাজধানীর উত্তর তেজগাঁও এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। একের পর এক এমন হত্যাকাণ্ডে দেশের রাজনৈতিক ও সাধারণ অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

মানবকণ্ঠ/আরআই