Image description

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপায় মো. নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ওই এলাকার মীর আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপালং এলাকায় হেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। শুক্রবার ভোরে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশ থেকে মাটি তোলার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে শ্রমিক নুরুল আমিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের পরিবার জানায়, নুরুল আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ-আল-আমিন জানান, "বনবিভাগের টহল দল রাতের দায়িত্ব শেষ করে ফেরার পরপরই সুযোগ বুঝে তারা পাহাড় কাটা শুরু করে। এ সময় এই দুর্ঘটনা ঘটে।" তিনি আরও জানান, ঘটনার মূল হোতা হেলালের বিরুদ্ধে আগে থেকেই বন আইনে পাঁচটি মামলা রয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত পাহাড় কাটার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পাহাড় নিধন বন্ধে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

মানবকণ্ঠ/ডিআর