Image description

হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল শুক্রবারও এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলাজুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো কনকনে শীত ও উত্তর দিক থেকে আসা পাহাড়ি হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও রোদের তেজ খুব একটা অনুভূত হচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একই সাথে রাত ও দিনে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে।’