বাঞ্ছারামপুরে পুলিশের চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বাঞ্ছারামপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ সোহেল রানা (২৯) জিআর ৬৫/২১ মামলায় ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ও ৩,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি সোনরামপুর গ্রামের মৃত আঃ বারেক মিয়ার ছেলে। এছাড়া ৭ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত ও ৫,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি পলাশকে (৩৫) গ্রেফতার করা হয়েছে, তিনি পাহাড়িয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
অভিযানে পরোয়ানাভুক্ত আসামি আলমগীর মিয়া (৪০) এবং নন জিআর মামলার আসামি কলি আক্তার (৩৫) ও মমতাজ বেগমকে (৫৮) গ্রেফতার করা হয়। আলমগীর নগরীর চর গ্রামের বাসিন্দা এবং কলি ও মমতাজ ঝগড়ার চর গ্রামের বাসিন্দা।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments