ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একনালা বন্দুকসহ মো. রায়হান উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দাতিয়ারা এলাকার বাসিন্দা।
র্যাব-৯, সিপিসি (ব্রাহ্মণবাড়িয়া) ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও বাজারে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এসময় রায়হানকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে র্যাব-৯ সর্বমোট ৩৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫০টি এয়ারগান উদ্ধার করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments