Image description

পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণিতে অধ্যয়নরত দুই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী শনিবার রাতে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে অভিযুক্ত অনিক (২০) কৌশলে ওই দুই শিক্ষার্থীকে তার বাসায় নিয়ে যান। সেখানে তাদের ওপর জোরপূর্বক নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। তিনি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, “ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।