টাঙ্গাইলে নিখোঁজ অটোচালক রাশিদুলের রহস্যজনক মৃত্যুর মর্মান্তিক অবসান হলো। নিখোঁজের প্রায় দেড় মাস পর একটি পরিত্যক্ত গরুর খামার থেকে তার মাথার খুলি, মেরুদণ্ড এবং একটি পায়ের হাড় উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বছরের ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটি গুরুত্বের সাথে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। গত ৩ জানুয়ারি পানিবান্দা বেলতা গ্রামের সহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমা এলাকা থেকে ভিকটিমের হারিয়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত সন্দেহে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের মালিকানাধীন একটি পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, উদ্ধারকৃত হাড়গুলো নিখোঁজ রাশিদুলের কি না, তা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করে ঢাকার ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মানবকণ্ঠ/আরআই




Comments