Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক সংলগ্ন সুরমা চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার সুরমা এলাকার গোবিন্দ গোয়ালার ছেলে নিবারণ তন্ত্রবায় (৩৫) এবং উপেন্দ্র গোয়ালার ছেলে সাজু গোয়ালা (২২)।

তল্লাশিকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে পাঁচটি পাটের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপে প্যাকেটজাত অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর