সৈয়দপুরে টুলের পায়া থেকে ১০২৪ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঝটিকা অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সৈয়দপুর শহরের মিস্ত্রি পাড়া এলাকার মন্দির রোডের একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। তল্লাশিকালে বাড়ির ছাদের ওপর থাকা একটি প্লাস্টিকের টুলের পায়ার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০২৪ পিস ইয়াবা পাওয়া যায়। মাদক মজুতের এই অভিনব কৌশল দেখে খোদ পুলিশ সদস্যরাও অবাক হন।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হোসেনের ছেলে খুরশিদ হোসেন (৩০), তার স্ত্রী জেমি এবং খুরশিদের শ্যালক মো. টনি।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তারকৃত খুরশিদ হোসেন মূলত কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি একজন পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত এবং ইতিপূর্বেও ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। মাদক সংরক্ষণে তার পরিবারের সদস্যরাও তাকে সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে।
সৈয়দপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments