রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি ও মাদকসহ বিএনপি নেতা খন্দকার মশিউর আজম চুন্নু এবং তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার দুবলাবাড়ি এলাকার ‘জামিয়া ব্রিকস’ ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউর আজম চুন্নু (৬০) এবং তার সহযোগী বালিয়াকান্দির শেখপাড়া এলাকার রফিক শেখের ছেলে মো. রিদয় শেখ (২৪)।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি দল লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করে। দীর্ঘ ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে জামিয়া ব্রিকস ইটভাটা এলাকা থেকে ১টি এয়ার রাইফেল, ৩টি ওয়াকিটকি, ৪টি ওয়াকিটকি চার্জার, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় চাকু এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১ বোতল পূর্ণ ও ৩টি খালি মদের বোতল জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments